Monday, October 18, 2010

Sriwantu Dey (The Eyes Are Back)

"মে জুলাই এর মাঝে তুমি" 

ভিক্টোরিয়া টার পাশ দিয়ে চাঁদ উঠেছে ওই,
মাগো আমার হেঁচকি তোলা জুন মালিয়া কই ?

মুখে আগুন তোর পরমব্রত, স্বস্তিকা দিলি বর্জনে ?
সাঁঝের বেলায় টিভি এর সামনে, ওই দেখো নীল নির্জনে |

সিঙ্গুর বাঙ্গুর, শুষ্ক আঙ্গুর - সব ফেলেছি হাই ড্রেনে ,
মনের মাঝারে রাজেশ খান্না , জুন চলেছে ট্রয় ট্রেনে |

পোড়া কপাল, ভগ্ন চোয়াল, চোখ হলো আজ ঘোলাটে
জুন নেই, তাই হাত চলে যায়, আনন্দলোক এর মলাটে ...

No comments:

Post a Comment